ওমানে গত বছর ৭ হাজারের বেশি চেক বাউন্সের মামলা রেকর্ড করা হয়েছে। দেশটিতে দিনদিন এই ঘটনা একটি বড় অপরাধে পরিণত হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশটির সহকারী পাবলিক প্রসিকিউটর ডক্টর আহমেদ বিন সাইদ আল শুকাইলি ওমান নিউজ এজেন্সিকে (ওএনএ) জানিয়েছেন, “২০২১ সালে পাবলিক প্রসিকিউশন মামলার ৯৬ শতাংশ সমাধান করা সম্ভব হয়েছে।
পাবলিক প্রসিকিউশনের মোট সূচক গত বছরের তুলনায় বেড়েছে। চলতি বছর এই সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২০১ জন। দেশটিতে বেড়েছে ফৌজদারি মামলার সংখ্যা। চলতি বছর এই সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫৫ টি।
যা গতবছর ছিলো এক হাজার ১৮২ জন। কিন্তু এরচেয়ে বেশি বেড়েছে চেক বাউন্সের মামলা। দেশটিতে চলতি বছর চেকের মামলা হয়েছে ৭ হাজার ১৪৩ টি। যা আগের বছর ছিলো ২ হাজার ৮৯৪ টি।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post