লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে অতিরিক্ত ঠান্ডা বা হাইপোথার্মিয়ায় মারা যাওয়া সাত বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৯ জানুয়ারি) নিহতের পরিচয় প্রকাশের পাশাপাশি তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জরুরি নোটিশ দেয় দূতাবাস।
নোটিশে বলা হয়েছে, গত ২৫ জানুয়ারি মৃত্যুবরণকারী অভিবাসন প্রত্যাশী সাতজন বাংলাদেশির পরিচয় নিরুপণের জন্য শ্রমকল্যাণ কাউন্সিলর মো. এরফানুল হকের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মৃত্যুবরণকারীদের সাথে আগমনকারী উদ্ধার হওয়া অন্যান্যদের সাথে কথা বলেন।
ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে অবস্থিত হট স্পট ক্যাম্পে অবস্থানকারীদের সাথে পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ পরিচালিত হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী মৃত্যুবরণকারীদের পরিচয় নিম্ন প্রদান করা হলো:
১. ইমরান হোসেন, গ্রাম: পশ্চিম পিয়ারপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর। ২. রতন/জয় তালুকদার, গ্রাম: পিয়ারপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর। ৩. সাফায়েত, গ্রাম: ঘটকচর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর। ৪. জহিরুল, গ্রাম: মোস্তফাপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর। ৫. বাপ্পী, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর। ৬. সাজ্জাদ, গ্রাম: মামুদপুর, উপজেলা: জামালগঞ্জ, জেলা: সুনামগঞ্জ। ৭. সাইফুল, উপজেলা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে দ্রুত নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয় বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বা ই–মেইলের মাধ্যমে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের ই–মেইল: welfare.rome@gmail.com।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post