মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেয়ার চেষ্টা করায় শাকিব নামে এক বাংলাদেশিকে ১০ হাজার রিঙ্গিত বা ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) দেশটির একটি আদালত এ রায় দেয়। অভিযুক্ত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ শাকিব হোসেন।
তিনি গত বছরের মার্চ মাসে এক মালয়েশিয়ান পুলিশকে ১৫০ রিঙ্গিত ঘুষ প্রদানের চেষ্টা করেন। আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। মালয়েশিয়ান গণমাধ্যমে জানানো হয়েছে, জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে শাকিবকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক এম বাকরি আব্দ মজিদ।
অভিযোগপত্রে বলা হয়েছে, ৩১ বছর বয়স্ক শাকিব মালয়েশিয়ার তাপাহ জেলার এক পুলিশকে ১৫০ রিঙ্গিত ঘুষ দিতে চান। সুংকাই টোল প্লাজা দিয়ে বের হওয়ার সময় শাকিব ও তার দুই বাংলাদেশি বন্ধুর কাছে অনুমতিপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়।
এজন্য তাদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৬ নম্বর ধারার অধীনে মামলা করেন পুলিশ। তবে শাকিব মামলা থেকে বাঁচতে ওই পুলিশ কর্মকর্তাকে ঘুষ সাধেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post