চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত রুটে জাজিরা এয়ারওয়েজের যাত্রা শুরু হয়েছে। এটি এয়ারওয়েজটির ৪৬তম গন্তব্য। গতকাল নগরীর একটি পাঁচ তারকা হোটেলে নতুন রুটে যাত্রা শুরুর উদ্বোধন করা হয়। চট্টগ্রাম-কুয়েত রুটে সপ্তাহে তিনদিন (সোম, বুধ ও শুক্রবার) ফ্লাইট পরিচালনা করবে জাজিরা।
কুয়েতের স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে যাত্রা শুরু করে সকাল পৌনে ৯টায় শাহ আমানতে জাজিরার এ৩২০ নিউ এয়ারবাস অবতরণ করবে। পৌনে ১০টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে কুয়েতের স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে পৌঁছবে। এতে যাত্রী ধারণক্ষমতা থাকবে ১৭৪ জনের।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাজিরা এয়ারওয়েজের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) এন্ডু, ভাইস প্রেসিডেন্ট রবীন্দ্রন বারাধন ও গ্যাক্সি বাংলাদেশের আহমেদ ইউসুফ ওয়ালীদ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post