দেশে মহামারী করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় এবং সরকারি বিধি-নিষেধের কাড়নে ঢাকাসহ ১৪টি জেলায় সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২২ সাময়িক স্থগিত ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। সোমবার (২৪ জানুয়ারি) লালবাগস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব “ফিদায়ে কোরআন” শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, ‘আমরা বলেছি, যে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে তা ভেবে এবং সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পরামর্শ এবং আলোচনা পর্যালোচনা করে জনস্বার্থ ও প্রাসঙ্গিক সবকিছু বিবেচনা করে আমাদের এই আন্তর্জাতিক সম্মেলনগুলোর তারিখ পুনঃ-নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া।’
তিনি আরো বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে শীঘ্রই নতুন নির্ধারিত সময়ে সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন করার জন্য প্রস্তুতি অব্যাহত রয়েছে, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ ও এর অঙ্গ ও সহযোগী-সংগঠনগুলোর কেন্দ্রীয়, মহানগর ও জেলার নেতৃবৃন্দের প্রতি সর্বোচ্চ প্রস্তুতি, দোয়া ও মেহনত চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
পুনঃ-নির্ধারণের অর্থ স্থগিত কিনা- এমন প্রশ্নের জবাবে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, ‘আমরা বলেছি যে, আমরা তারিখটা পুনঃ-নির্ধারণ করেছি। আমরা স্থগিত বলিনি এ জন্য কারণ পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আমাদের সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হবে।’ আমাদের যেহেতু ইংরেজি সন অনুযায়ী আন্তর্জাতিক সম্মেলন করতে হয় সে হিসেবে স্থগিত করার কোন সুযোগ নেই। তারিখ পুনঃ-নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই নতুন তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের গভর্নর মুফতি আনোয়ারুল হক, সহ-সভাপতি মাওলানা ক্বারী মাহমুদুল হক হাফেজ্জী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, প্রচার ও দপ্তর সম্পাদক মাওলানা ক্বারী সুলাইমান ঢাকুবী, সহ-দপ্তর সম্পাদক মাওলানা উসামা হাফেজ্জী, সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের প্রতিনিধি মাওলানা আব্দুল খালেক তারা, হাজী তাজ উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। সবশেষে নির্বাহী সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post