সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি। এই হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে এক বাংলাদেশি প্রবাসীসহ দু’জন আহত হয়েছেন। তবে আমিরাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর প্রকাশ করেছে আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহ খানেক আগে আমিরাতে প্রথম ড্রোন হামলা চালায় হুথি। এক সপ্তাহ পর আবারও হামলা চলালো তারা। এক বিবৃতিতে আমিরাতি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২৪ জানুয়ারি) দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে এগুলো আঘাত হানার আগেই আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রাজধানী আবুধাবির কাছাকাছি এলাকায় পড়েছে।
সৌদি আরবের সংবাদমাধ্যমগুলো বলছে, রবিবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে আকাশেই একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সামরিক বাহিনী। এ সময় ধ্বংসাবশেষ দক্ষিণাঞ্চলীয় এক এলাকায় পড়লে বেশ কয়েকটি গাড়ি এবং কারখানা ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই বিদেশি নাগরিকও আহত হয়েছেন। একজন বাংলাদেশি ও অন্যজন সুদানের নাগরিক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post