চলতি বছর ৭ ধাপ এগিয়ে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৬৪ তম স্থান দখল করেছে ওমান। গতবছর শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৭২তম স্থানে ছিলো দেশটির। সম্প্রতি আন্তর্জাতিক বিমান ট্রান্সপোর্ট এসোসিয়েশন তাদের হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২২ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুসারে, “চলতি বছরে শক্তিশালী পাসপোর্টের ৬৪তম স্থানে রয়েছে ওমান। এখন থেকে বিশ্বের ৮০টি দেশে ভিসা ছাড়াই চলাচল করতে পারবেন ওমানি পাসপোর্টধারী নাগরিকরা। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে এই তালিকায় সর্বপ্রথমে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাদের স্থান ১৫তম। এই দেশটির পাসপোর্টধারী নাগরিকরা বিশ্বের ১৭৫ টি দেশে ভিসা ছাড়া চলাচল করার অনুমতি পাবেন।
এরপরই রয়েছে কাতার। তাদের স্থান ৫৩ তম। এই দেশটি বিশ্বের ৯৭টি দেশে ভিসা ছাড়া চলাচলের সুযোগ পাবে। একধাপ পিছিয়ে ৫৪তম স্থানে রয়েছে কুয়েত। দেশটি বিশ্বের ৭৯ টি দেশে ফি-ভিসায় চলাচলের সুযোগ পাবে। এছাড়াও ওমানের থেকে দুই ধাপ এগিয়ে ৬২তম স্থানে রয়েছে বাহরাইন ও একধাপ পিছিয়ে ৬৫ তম স্থানে রয়েছে সৌদিআরব।
আন্তর্জাতিক বিমান ট্রান্সপোর্ট এসোসিয়েশন জানিয়েছে, কোনো দেশের বিমান চলাচলের সংখ্যা, সেই দেশের বিমান ট্রান্সপোর্টের সুযোগ-সুবিধা ও ই-ভিসার সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে চলতি বছরের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বের ১৯০টি দেশ নিয়ে এই তালিকা প্রকাশ করেছে আইএটিএ।
এই তালিকায় প্রথমে রয়েছে সুইডেন। দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। এই দেশ দুটো বিশ্বের ১৯০টি দেশে ভিসা ছাড়া চলাচলের অনুমতি পাবে। ভিসা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন, ইতালি ও লুমবার্গ। তবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র শক্তিশালী তালিকা ভালো অবস্থান থেকে কিছুটা নিচে নেমে এসেছে। এই তালিকায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্থান ৮ম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post