মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ফের নিম্নচাপের দেখা দিয়েছে। এর ফলে দেশটির বেশকিছু অঞ্চলে বজ্রঝড় সহ বন্যার সম্ভাবনা রয়েছে বলে এক পূর্বাভাষ দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
এক বিবৃতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় আজ সূর্যের দেখা পাওয়া যাবে না। এই অঞ্চলগুলো সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, “মুসান্দাম ও উত্তর আল বাতিনাহ প্রদেশ ও ওমানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকাগুলোতে আজ সূর্যের দেখা পাবার সম্ভাবনা নেই। এই এলাকাগুলো আজ মেঘাচ্ছন্ন থাকবে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া নিম্নচাপটি মুসান্দাম, উত্তর আল বাতিনা ও বুড়াইমি প্রদেশে অব্যাহত রয়েছে।
এই নিম্নচাপ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। নিম্নচাপের কারণে আল বাতিনাহ প্রদেশে ২০-৫০ মিলিমিটার বেগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রঝড় ও ওয়াদিগুলিতে আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।” ক্ষয়ক্ষতি এড়াতে নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post