ওমানে প্রথমবারের মতো নারীদের জন্য চালু হচ্ছে আলাদা ট্যাক্সি সেবা। যেটি শুধুমাত্র মহিলা চালকদের দ্বারা পরিচালিত হবে এবং এর যাত্রীও হবে নারী। আগামী ২০ জানুয়ারি থেকে মাস্কাটে পরীক্ষামূলকভাবে চালু করার কথা জানিয়েছে ওমান নিউজ এজেন্সি। নতুন এই পরিষেবায় মহিলা যাত্রী, ছাত্রী এবং শিশুরা উপকৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আজ এক ওমান নিউজ জানিয়েছে, “পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমানের মাস্কাটে চালু হতে যাচ্ছে নারীদের ট্যাক্সি পরিষেবা। এটি বর্তমানে পরীক্ষমূলকভাবে পরিচালিত হলেও পরবর্তীতে অবশ্যই এটা স্থায়ীভাবে চালু করার সিদ্ধান্ত রয়েছে মন্ত্রণালয়ের।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post