মুরাদ আল মাহমুদ, মাস্কাট
৩ দিন বন্ধের পর ফের ওমানের আল সিব বাজার বলোদিয়া মার্কেটে ব্যবসার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। নতুন করে ব্যবসার সুযোগ পাওয়া গেলেও এতে কিছু শর্ত পূরণ করতে হবে প্রবাসী ব্যবসায়ীদের।
গত কয়েক মাস আগে সীব বাজার বলোদিয়া মার্কেটে ওমানি নাগরিক ব্যতীত কোনো প্রবাসী ব্যবসা করতে পারবেনা এই মর্মে একটি আদেশ জারি করে সীব পৌরসভা কর্তৃপক্ষ।
সেইসাথে কোন প্রবাসী সীব বাজার বলোদিয়া মার্কেটে ব্যবসা পরিচালনা করলে তাকে ৫০০ ওমানি রিয়াল জরিমানা গুনতে হবে এমন কঠোর বার্তা দেওয়া হয়। উক্ত আদেশের ফলে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সীব বাজার বলোদিয়া মার্কেটে প্রবাসীদের দোকান পাট ও ব্যবসা বাণিজ্য বন্ধ ছিলো।
অবশেষে ৪ জানুয়ারি শর্ত সাপেক্ষে প্রবাসীদের ব্যবসা পরিচালনার অনুমতি দেয় সীব পৌরসভা কর্তৃপক্ষ। নতুন আইন অনুযায়ী প্রতিটি দোকানে একজন করে ওমানি রাখা বাধ্যতামূলক। এই শর্ত মেনে নিয়ে ফের আগের মতো ব্যবসা বাণিজ্য চালু করছেন বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী ব্যবসায়ীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post