ওমানে বেশ কয়েক দিন ধরে কমতে শুরু করেছে তাপমাত্রা। গতকাল দেশটির জাবাল আল আখদারে তুষারপাতের সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, “জাবাল আল আখদারে তুষারপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়াও ওমানের পাহাড়ি ও মরুভূমি এলাকায় তাপমাত্রা ক্রমাগত কমতে শুরু করেছে। দেশটির দক্ষিণ আশ শারকিয়া প্রদেশে গতকাল (১০-জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৩.৭ ডিগ্রি সেলসিয়াস, আল ওস্তা প্রদেশে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ধোফার প্রদেশে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post