নতুন বছরে সাপ্তাহিক কর্মদিবস ও শুক্রবার জুমার নামাজের সময়সূচী চূড়ান্ত করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। শারজাহ ব্যতীত আমিরাত জুড়ে মসজিদে চলতি বছরের প্রথম শুক্রবার ১টা ১৫ মিনিটে জুমার নামাজ আদায় করা হয়েছে।
শারজায় শুক্রবারের জুমার নামাজের সময় অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ ১২টা ২০ মিনিটে নামাজ হয়েছিল। এর আগে সরকারি কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য শুক্রবারসহ তিন দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করে শারজাহ কর্তৃপক্ষ। তবে আমিরাতজুড়ে শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি বিভাগ ও স্কুলগুলো অর্ধদিবস ক্লাস করে ছুটি হয়েছিল। প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলোও কর্মীদের মধ্যাহ্ন বিরতি দিয়েছে। যাতে তারা জুমার নামাজে অংশ নিতে পারে।
আমিরাত সরকার গত মাসে আড়াই দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে। নতুন বছর থেকে জুমার নামাজের সময় ১টা ১৫ মিনিটে নির্ধারণ করা হয়। সরকারি বিভাগ ও স্কুলগুলোতে শুক্রবার অর্ধবেলা এবং শনি ও রোববার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়।
এদিকে শারজাহে শুক্রবার, শনি ও রবিবার মোট তিন দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়। তাই শুক্রবারের নামাজের সময় দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে অপরিবর্তিত ছিল। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত কাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। আগে শুক্রবার ছুটি থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী শুক্রবার অর্ধেক কর্মদিবস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post