প্রথমবারের মত বাংলাদেশ থেকে নার্স নেওয়ার ঘোষণা দিলো কুয়েত। শুরুর দিকে ১৫শ’ ডিপ্লোমা ও বিএসসি নার্স নেবে দেশটি। গত ৫ জানুয়ারি রাতে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: আশিকুজ্জামান এক ভিডিও বার্তায় এই তথ্য জানান।
তিনি বলেন, করোনার মধ্যেও কুয়েতে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হওয়াকে ইতিবাচক মনে করছেন তিনি। এরইমধ্যে কুয়েতের দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে এসে কর্মী বাছাই কার্যক্রমে অংশ নেন। সব ঠিকঠাক থাকলে মার্চের মধ্যে ১৫শ’ নার্স কুয়েতে যাওয়ার সুযোগ পাবে বলে জানান রাষ্ট্রদূত। তিনি আশা করেন, এই পর্যায়ে নার্স যাওয়ার প্রক্রিয়া সফল হলে পরবর্তীতে আরো চাহিদা পাওয়া যাবে।
রাষ্ট্রদূত আরো বলেন, নতুন কর্মী নিয়োগের বিষয়ে খুব সতর্ক দূতাবাস। এজন্য তিনি নিজেই বিভিন্ন কোম্পানি পরিদর্শন করে কর্মীদের আবাসন ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করছেন। ভিসা কেনার নামে কারো সাথে লেনদেন করার আগে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন রাষ্ট্রদূত। প্রয়োজনে লেনদেনের প্রমাণ রাখার কথা বলেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post