ভারতে করোনাভাইরাস ও ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় বেনাপোল চেকপোস্টে কড়াকড়ি আরোপসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছেন যশোর জেলা প্রশাসক তজিমুল ইসলাম খান। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক মোঃ তজিমুল ইসলাম খান ও যশোর জেলা সিভিল সার্জন আবু শাহীনসহ সরকারি ঊর্ধতন কর্মকর্তারা বেনাপোল চেকপোষ্ট কাস্টমস ও নোম্যান্সল্যান্ড পরিদর্শন শেষে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে বৈঠক করেন।
যশোর জেলা প্রশাসক বলেন, বেনাপোল বন্দর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এই পথ দিয়ে যাত্রীরা যাতায়াত করেন এবং ভারতীয় ট্রাক ড্রাইভাররা প্রবেশ করেন। সকলে যেন মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেন।
বন্দর এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এসব দেখার দিকনির্দশনা দেন তিনি। যশোরের সিভিল সার্জন আবু শাহীন বলেন, ভারত থেকে গত মঙ্গলবার ২ জন করোনা পজিটিভ যাত্রী দেশে ফেরত এসেছে, এটা আমাদের কাম্য নয়। যেখানে করোনা পজিটিভ ধরা পড়বে সেখানে আইসোলেশনে থাকার কথা। নইলে এরা জীবাণু ছড়াতে ছাড়তে আসবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post