ইউরোপজুড়ে তাণ্ডব সৃষ্টি করেছে করোনাভাইরাস। যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের পর এবার সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড দেখলো ইতালি। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত ৪ জানুয়ারি করোনা শনাক্তে রেকর্ড হয়েছে ইতালিতে। দেশটিতে নতুন করে ১ লাখ ৭০ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়। এর আগের দিন দেশটিতে ৬৮ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার করোনায় ২৫৯ জন মারা যান। আগের দিন মারা গিয়েছিলেন ১৪০ জন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালিতে ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে ৬৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ইতালিতে ১২ লাখ ৩০ হাজার মানুষের করোনার নমুনা পরীক্ষা করা হয়। সোমবার নমুনা পরীক্ষা করা হয়েছিল ৪ লাখ ৪৫ হাজার ৩২১ জনের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post