চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আমিরাতগামী যাত্রীদের পিসিআর টেস্টের প্রথম দিনেই করোনা শনাক্ত হয়েছে এক যাত্রীর। তবে ওই যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।
আজ সোমবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের কোভিড নমুনা পরীক্ষা শুরু করে। এদিন আমিরাতগামী ৭৭ জন যাত্রীর নমুনা পরীক্ষায় একজনের ফলাফল পজিটিভ পাওয়া যায়।
বিমান বন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীন শরীফ বলেন, এয়ার এরাবিয়ার ফ্লাইটটি সন্ধ্যায় ৬টায় ছেড়ে গেছে। ওই ফ্লাইটে ৭৭ জন ছিল।এদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post