সারাবিশ্ব করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রণে বিপযর্স্থ। মধ্যপ্রচ্যের দেশ ওমানেও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের সংখ্যা। তাই এই সংক্রমণ রোধে ও করোনা মোকাবেলায় দেশটির সুপ্রিম কমিটি বেশকয়েকটি নতুন সিদ্ধান্ত জারি করেছে।
নতুন সিদ্ধান্তগুলো হলো:
১. ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিক ও প্রবাসীদের ওমানে প্রবেশের জন্য অবশ্যই ওমানের অনুমোদিত ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে।
২. ওমানে প্রবেশের ৩ দিন আগে করোনার পলিমারাইজেশন পরীক্ষার (পিসিআর) নেগেটিভ সদন উপস্থাপন করতে হবে। যদি কোনো ব্যাক্তি তা উপস্থাপন না করতে পারে তাহলে তাকে ওমানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
৩. দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো, এসওয়াতিনি এবং মোজাম্বিক থেকে আগত ভ্রমণকারীদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। একইসাথে অন্যকোনো দেশের নাগরিক যারা ওমানে প্রবেশের ১৪ দিন আগে উপরোক্ত দেশে ভ্রমণ করেছেন তারাও ওমানে প্রবেশের অনুমতি পাবেন না।
ওমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সকল নাগরিকদের করোনা সর্তকতা মেনে চলা, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলাসহ সকল ধরণের সর্তকতা মেনে চলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে যে সকল নাগরিক এখনো করোনা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের দ্রুত ভ্যাকসিন গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post