ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক ব্যক্তির শরীরে প্রথমবার করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই উপত্যকায় ওমিক্রন আক্রান্ত রোগী পাওয়ার তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মজদি ধাইর বলেছেন, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তি গাজার বাসিন্দা। ওমিক্রনের এই সংক্রমণ উপত্যকার অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক ধরনের নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
এই উপত্যকায় ইতিমধ্যে এক লাখ ৮৯ হাজার ৮৩৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক ব্যক্তির শরীরে প্রথমবার করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল আরাবিয়ার।
প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মজদি ধাইর বলেছেন, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তি গাজার বাসিন্দা। তিনি উপকূলীয় এই ভূখণ্ডে প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী। ওমিক্রনের এই সংক্রমণ উপত্যকার অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক ধরনের নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
তিনি আরও বলেন, ‘আমাদের সামনে কঠিন দিন। ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।’গত ১৬ ডিসেম্বর ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনির ওমিক্রন শনাক্ত হয়। এরপর সেখানকার ৩১ লাখ মানুষের মধ্যে ২৩ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post