করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ভারতের দিল্লিতে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করা হয়েছে। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। সামনেই বর্ষবরণের রাত। শীতের আমেজে চলছে উৎসবের মওশুম।
এই পরিস্থিতিতে ধীরে ধীরে থাবা কষাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ২৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। উদ্ভূত পরিস্থিতিতে ফের রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দিয়েছে দিল্লির রাজ্য সরকার।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ ডিসেম্বর থেকে দিল্লিতে কার্যকর হবে রাত্রিকালীন কারফিউ। রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১0টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
সাম্প্রতিক এক সমীক্ষা প্রতিবেদনে দিল্লির স্বাস্থ্য দফতর জানিয়েছে, দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট ০ দশমিক ৫৫ শতাংশ বেড়ে গেছে।দিল্লিতে এই মুহূর্তে করোনার অ্যাক্টিভ কেস ১১০৩। বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ৫৮৩ জন।
এদিকে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত বিবেচনায় একাধিক রাজ্যে কোভিড বিধি আরও জোরদার করা হয়েছে। ইতোমধ্যেই দিল্লিতে বর্ষবরণ ও ক্রিসমাস উপলক্ষে সাংস্কৃতিক উৎসব ও জমায়েতের ওপর বিধিনিষেধ রয়েছে।
এর মধ্যেই নতুন করে রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা এলো। এদিকে, মহারাষ্ট্র ও রাজস্থানে নাইট কারফিউ চলছে। মহারাষ্ট্রে সাপ্তাহিক ছুটির দিনে লকডাউন এবং প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে। রাজস্থানে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post