বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দাপট দেখাতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে; যা মহামারিকালে সর্বোচ্চ। রোববার (২৬ ডিসেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, দেশটিতে করোনা সংক্রমণের এই পরিস্থিতি নিয়ে ভাবনায় পড়েছে সরকার।
প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাঁক্রোন ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনায় করছেন। এ দিন ইতালিতে ৫০ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪ হাজার ৭৬২ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৫৯৯ জন শনাক্ত হন। শুক্রবার ইতালিতে করোনায় মারা গেছেন ১৪৪ জন।
এদিকে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে মাস্ক ব্যবহার করার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞরা। তবে ঠিক কোন মাস্ক ব্যবহার করলে বাঁচা যাবে ওমিক্রন থেকে তা নিয়েই সামনে আসছে নানা তথ্য। করোনা মহামারির প্রথম দিকে চিকিৎসকরা জানিয়েছিলেন করোনা ঠেকাতে এন-৯৫ মাস্কই সবচেয়ে বেশি কার্যকর।
তবে সেই সময় অতিরিক্ত চাহিদার কারণে বাজারে সহজে পাওয়া যেত না মাস্কটি। এর পরিবর্তে ক্লিনিক্যাল মাস্ক বা সার্জিক্যাল মাস্ক দারুণ কাজে দেয়। কিন্তু হঠাৎই পাতলা কাপড়ের মাস্ক বাজারে ছড়িয়ে পড়ে। চিকিৎসকদের মতে, পাতলা কাপড়ের মাস্ক মোটেই কার্যকরী নয়। এই মাস্ক শুধুই ফ্যাশনকে প্রভাবিত করতে পারে। ওমিক্রন আটকাতে পারবে না।
চিকিৎসকরা আরও জানান, পাতলা কাপড়ের মাস্ক বড় আকারের ড্রপলেট আটকাতে পারলেও, ছোট ড্রপলেট আটকাতে সমর্থ নয়। এক্ষেত্রে কেএন-৯৫ বা এন-৯৫ মাস্কই সবচেয়ে বেশি কার্যকর। তবে এই মাস্ক কেনার সময় অবশ্যই সঠিক মাপের কেনা উচিত। যাতে মুখ ও নাক সঠিকভাবে ঢাকা থাকে। যুক্তরাষ্ট্রের সরকারি সুরক্ষা বিষয়ক সংস্থা জানায়, কাপড়ের মাস্ক মাত্র ৭৫ শতাংশ সুরক্ষা দিতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post