বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৯৮ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৬৫৯ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৫৪ লাখ ১৩ হাজার ২৪ জন।
আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ১০ হাজার ৯৭৩ জন। ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭৬৫ জন। আর মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ৭৭৯ জন।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ ( রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে আজ রোববার সকাল ৮ টার মধ্যে করোনা উপসর্গ নিয়ে তারা মারা যান।
রামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তিদের একজন রাজশাহীর এবং অপরজন নওগাঁ জেলার। গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন ২ জন। রামেকে বর্তমানে ২৭ জন করোনা রোগী ভর্তি আছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post