প্রতি বছরই আত্মীয়স্বজনদের সঙ্গে বড়দিনের ছুটি কাটাতে এক রাজ্য থেকে অন্যরাজ্যে ছোটেন মার্কিনীরা। এক্ষেত্রে তাদের প্রধান ভরসা বিমান; কিন্তু এবার তাতে বড় ধরনের ছেদ পড়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, করোনার সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনের বিস্তার ঠেকাতে বড়দিনের ছুটির তিন শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্রের প্রধান তিন বিমান পরিষেবা সংস্থা- ইউনাইটেড, ডেল্টা ও আলাস্কা এয়ারলাইন্স। শুক্রবার ১৬৯টি ফ্লাইট বাতিল করেছে ইউনাইটেড এয়ারলাইন্স।
এক বিবৃতিতে এ সম্পর্কে কোম্পানির কর্তৃপক্ষ বলেছে, ‘চলতি সপ্তাহে পুরো দেশজুড়ে যেভাবে ওমিক্রন ছড়িয়ে পড়ছে, তাতে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখলে আমাদের প্রতিষ্ঠানে কর্মরত বিমানক্রু এবং সেবাগ্রহীতা যাত্রী উভয়কেই ঝুঁকিতে ফেলা হবে।’
এ কারণে বাধ্য হয়ে আমাদেরকে কিছু ফ্লাইট স্থগিত করতে হচ্ছে। পরবর্তীতে ধীরে ধীরে এই ফ্লাইটগুলো ফের চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা সম্মানিত সেবাগ্রহীতাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post