কয়েক মাস নিম্নমুখী থাকার পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনে ফের ঊর্ধ্বমূখী হয়েছে করোনার দৈনিক সংক্রমণ। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে রীতিমতো উল্লম্ফন দেখা দিয়েছে দৈনিক সংক্রমণের সংখ্যায়। গত ২ ডিসেম্বর যেখানে দেশটিতে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৮, সেখানে বৃহস্পতিবার এই সংখ্যা পৌঁছেছে ১ হাজার ২ জনে।
এদিকে, উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে জনবহুল দেশ সৌদি আরবেও বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা, তবে তা আমিরাতের পর্যায়ে পৌঁছায়নি। দেশটির সরকারি তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত প্রতিদিন সৌদিতে দৈনিক নতুন আক্রান্ত রোগীর সংখ্যা থাকত ৫০ কিংবা তার আশেপাশে।
ডিসেম্বরের মাঝামাঝি থেকে দেশটিতে বাড়তে শুরু করে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা এবং বৃহস্পতিবার সৌদিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৫২ জন। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দেশবাসীকে জরুরি প্রয়োজন ব্যাতীত বিদেশ ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post