করোনা বিস্তার রোধে ওমানের সকল বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়। আজ এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “করোনা বিস্তার রোধে ওমানের সকল বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানকে সুপ্রিম কমিটির জারি করা সকল স্বাস্থ্য সর্তকতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা বিস্তার রোধে দেশের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্রাহকদের সংখ্যা ৫০ শতাংশে কমিয়ে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কমিটির কোনো আইন লঙ্ঘন না করার নির্দেশ দেওয়া হয়েছে।”
এদিকে, ওমান টিভির এক প্রতিবেদনে জানাগেছে, দেশটিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী রয়েছে। এই সংক্রমণ কমাতে সকল নাগরিক ও প্রবাসীদের করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা সঠিকভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে সুপ্রিম কমিটি। একই সাথে সকল নাগরিক ও প্রবাসীদের মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং গণজমায়েত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কমিটি।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
