নিজের পরিচিতি বাড়াও এবং বন্ধুদের বিনোদিত করো এই স্লোগানে আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিত্তিক গ্রুপ এসএসসি ০৩ ও এইচএসসি ০৫ বিজনেস এ্যাসোসিয়েশন প্রতিভা প্রতিযোগিতা সিজন-২ পর্ব।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একজন প্রতিযোগী তার প্রতিভা দেখিয়ে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরষ্কার। ৩ ক্যাটাগরিতে মোট ১৫ দিন ব্যাপী চলবে এই আয়োজন। এতে একজন প্রতিযোগী অনলাইনের মাধ্যমেই অংশগ্রহণ করতে পারবে।
অংশগ্রহণের নিয়ামাবলিঃ
১, একজন প্রতিযোগী নাচ, গান ও অন্যান্য এই ৩ ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগী চাইলে একাধিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সর্বোচ্চ লাইক, কমেন্ট ও শেয়ার যে ভিডিওতে হবে, উক্ত ভিডিও কাউন্ট করা হইবে।
২, একজন প্রতিযোগীকে টিকটক, লাইকি সহ যেকোনো অ্যাপ ব্যবহার করে সর্বনিম্ন এক মিনিট থেকে সর্বোচ্চ ৭ মিনিট পর্যন্ত ভিডিও পারফর্ম করে গ্রুপে পোষ্ট করতে হবে।
৩, প্রতিযোগিতাটি ২৫ শে ডিসেম্বর ২০২১ থেকে ৮ জানুয়ারি ২০২২ইং বাংলাদেশ টাইম রাত বারোটা পর্যন্ত চলবে।
৪, প্রতিযোগিতায় ২৫% নাম্বার থাকবে কমেন্টের উপর (একটি আইডি থেকে একটি কমেন্ট কাউন্ট করা হবে)। ২৫% নাম্বার লাইক। শেয়ারের মাধ্যমে ১০% নাম্বার এবং ৪০% নাম্বার বিচারকমণ্ডলী নির্ধারণ করবেন।
৫, পোস্টের শুরুতে ক্যাপশনে দিতে হবে #SHBA0305 প্রতিভা SEASON2 এবং ক্যাটাগরি উল্লেখ করতে হবে। অন্যথায় ভিডিওটি কাউন্ট হবে না।
৬, গ্রুপে কন্টেন্ট পোস্ট করার পর ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না।
৭, প্রতিযোগিতার প্রথম দিন যারা অংশগ্রহণ করবে, তাদের মোট প্রাপ্ত নাম্বারের সাথে ৫% নাম্বার অতিরিক্ত যুক্ত হবে।

এ ব্যাপারে গ্রুপের ফাউন্ডার এডমিন আবুল হাসান বলেন, করোনাকালিন সময়ে ব্যবসায়িক যান্ত্রিকতা দূর করতেই আমাদের এই আয়োজন। অপরদিকে গ্রুপটির এডমিন ফারজানা নাসরিন লিজা বলেন, আমাদের অনেকের মাঝেই অনেক ধরনের প্রতিভা থাকে, কিন্তু প্রকাশ করার মতো প্লাটফর্ম থাকেনা। আমরা একটা প্লাটফর্ম করে দিচ্ছি, এখান থেকে যেকেউ চাইলেই তার প্রতিভার প্রতিফলন করতে পারবে।
৩ ক্যাটাগরিতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত মোট ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য থাকবে সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post