পরিবহণ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনলো ওমানের জাতীয় যাত্রিসেবা প্রতিষ্ঠান মাওয়াসালাত। ইতিমধ্যেই পাবলিক ট্রান্সপোর্টের দক্ষতা বাড়াতে স্মার্ট পরিবহন সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।
ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, “পরিবহন সেবার মান বাড়াতে মাওয়াসালাত নাগরিকদের জন্য স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে পাবলিক ট্রান্সপোর্টের দক্ষতা বাড়বে পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবহন সেবার মান আরো উন্নত হবে।”
এদিকে, ওমানের ভিশন ২০৪০ বাস্তবায়নে আগামী বছর থেকে দেশটিতে বাধ্যতামূলক হচ্ছে ই-পেমেন্ট পরিষেবা। নতুন বছর থেকে প্রথম পর্যায়ে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানকে গ্রাহকদের জন্য ই-পেমেন্ট সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয়ের বাণিজ্যিক বিষয়ক উপদেষ্টা আজ্জা ইব্রাহিম আল কিন্দি বলেন, “আগামী বছর থেকে গ্রাহকদের সেবার মান বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু প্রতিষ্ঠানে ই-পেমেন্ট সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রাহকদের নগদ অর্থ প্রদানের সমস্যা দূর করতে বিকল্প এই পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে ই-পেমেন্ট পরিষেবা প্রদানের প্রক্রিয়াগুলি সম্পূর্ণ রূপে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post