মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এই প্রথম করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অন্য দেশ থেকে ভ্রমণ করে আসা দুইজন ওমানি নাগরিক ওমিক্রনে আক্রান্ত হয়েছে। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে, তবে এটি যাতে দেশটিতে বিস্তার লাভ না করে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে ওমান সরকার।
একইসাথে দেশটির সকল নাগরিক এবং প্রবাসীদের মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে এবং ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারী কৃত সকল নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে। সেইসাথে ১৮ বছর বা তার বেশি বয়সের সবাইকে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে চীন ও পাকিস্তানি শনাক্ত হয়েছে করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন। গতকাল সোমবার দেশ দুটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। উপমহাদেশের দুই দেশ ভারত ও বাংলাদেশের পর পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত শহর করাচীতে এই রোগীর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পাকিস্তানের সরকার।
করোনা প্রতিরোধে পাকিস্তান সরকারের গঠিত টাস্কফোর্স ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের পক্ষ থেকে (এনসিওসি) সোমবার এক টু্ইট বার্তায় এ সম্পর্কে বলা হয়, ‘ইসলামাবাদের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট আমাদের নিশ্চিত করেছে যে সম্প্রতি করাচিতে ওমিক্রনে আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গেছে।’
‘এটি পাকিস্তানে প্রথম ওমিক্রন শনাক্তের ঘটনা। ওই রোগী ব্যতীত আরও কোনো রোগী এই ধরনে আক্রান্ত হলো কি না সে বিষয়ে এনসিওসি তৎপরতা চালাচ্ছে।’ এদিকে, আগামী বছর ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকের আয়োজক দেশ চীন। এই ব্যাপারটিকে সামনে রেখে করোনার সম্ভাব্য ঢেউ প্রতিরোধে ব্যাপক আকারে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে দেশটির কমিউনিস্ট সরকার।
দেশের রোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করে ইতোমধ্যে চীনের মন্ত্রিসভা বা স্টেট কাউন্সিল তিয়ানজিনসহ দেশের সব বন্দর শহরগুলোতে করোনা বিধিনিষেধ জোরদার করার নির্দেশ দিয়েছে। এছাড়া রাজধানী বেইজিং ও তার আশপাশের ১৪০ কিলোমিটার এলাকাতেও কঠোর করা হয়েছে কোভিড প্রটোকল।
অপরদিকে, ব্যাপক দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকা ভাইরাস ওমিক্রনে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। আর এই মৃত্যুর পরই দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি এক বিবৃতিতে বলেন, ‘করোনাভাইরাসের নতুন রূপান্তরিত ধরন ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে আমরা দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হচ্ছি। ওমিক্রন সংক্রমণের একটি বড় ঢেউ আমাদের সামনে অপেক্ষা করছে, এই পরিস্থিতিতে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়।’
সর্বশেষ তথ্য অনুযায়ী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ভ্যারিয়েন্টে দেশটিতে প্রথম একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post