এবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে হানা দিয়েছে মহামারী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। বুধবার (৮ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, এক ব্যক্তির দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ইউরোপীয় ওই নাগরিক আফ্রিকার একটি দেশ থেকে কুয়েতে এসেছিলেন।
ওই ব্যক্তি করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন এবং বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আব্দুল্লাহ আল-সানাদ ভাইরাসের বিস্তার রোধে বাসিন্দাদের বুস্টার (তৃতীয়) ডোজ গ্রহণ করতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে কুয়েতের করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। অনিরাপদ জমায়েত এবং জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ করেন তিনি।
এইদকে, কুয়েতে মাদকপাচারের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) দেশটির মাহবুল্লা এলাকায় সন্দেহের ভিত্তিতে টহলরত পুলিশ পরীক্ষা করে তিনি মাদকসেবী কিনা! পুলিশ জানিয়েছে, কুয়েতের আহমাদি নিরাপত্তা কর্তৃপক্ষ যখন এ বাংলাদেশিকে পরিচয়পত্র দেখাতে বলে তখন তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন।
এরপর পুলিশ তাকে তল্লাশি করে এবং তার কাছ থেকে হেরোইন ও মাদকদ্রব্য লরিকা ট্যাবলেট পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি মাদকপাচারের কথা স্বীকার করেছেন। পরিচয় শনাক্তে মিলেছে তিনি বাংলাদেশি। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাধারণ বিভাগে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post