বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নেবে ইউরোপের দেশ গ্রিস। মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানিয়েছেন। গ্রিস সফর শেষে মন্ত্রী নিজ দপ্তরে এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেয়ার বিষয়ে গ্রিসের আগ্রহ রয়েছে। এ বিষয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে গ্রিসের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
মন্ত্রী ইমরান আহমদ বলেন, ইউরোপের কোন দেশের সঙ্গে বাংলাদেশের এখন পর্যন্ত এমওইউ নেই। তবে গ্রিসে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে দেশটির সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, বৈধ পথে বাংলাদেশ থেকে গ্রিসে শ্রমিক নিয়োগের সুযোগ সৃষ্টি হলে অবৈধ পথে শ্রমিক যাওয়ার প্রবণতা হ্রাস পাবে এবং এর ফলে উভয় দেশই উপকৃত হবে।
গ্রিসে মেডিক্যাল টেকনিশিয়ান, কেয়ারগিভার, নার্স এবং কৃষি কাজের জন্য সিজনাল কর্মীর চাহিদা রয়েছে বলে জানান মন্ত্রী। সম্প্রতি গ্রিস সফরে গিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বৈধ পথে শ্রমিক প্রেরণে সহযোগিতা বৃদ্ধির জন্য আগ্রহপত্র স্বাক্ষর করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post