দেশ উন্নত হলেও দিন দিন যেন করোনা এবং নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের কাছে অসহায়ত্ব বরণ করছে দক্ষিণ কোরিয়া। গত বছর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নিয়ে আসা বিশ্বের কাছে সফল দেশ হিসেবে আখ্যায়িত দেশটি আজ প্রতিদিনই রেকর্ডসংখ্যক করোনা সংক্রমিত হচ্ছে। দেশটিতে ৮০ শতাংশ মানুষ সম্পূর্ণরূপে টিকা দেওয়ার পরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা সেই সঙ্গে নতুন ভেরিয়েন্ট ওমিক্রনও।
শনিবার কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ এজেন্সি (কেডিসিএ) জানিয়েছে, রেকর্ড ৫ হাজার ৩৫২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং ৭০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর কোভিড-১৯ আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে আর শুক্রবার সঙ্কটজনক রোগীর সংখ্যা ৭৫২ জন ছিল বলে কেডিসিএ জানিয়েছে।
এদিকে দক্ষিণ কোরিয়ায় একদিনে সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে এবং মোট ৯ জন ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। ওমিক্রনে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। কোরিয়ায় শুরুর দিকে যেভাবে করোনা ছড়িয়েছিলো ঠিক একইভাবে ছড়াচ্ছে ওমিক্রনের তাণ্ডব।
প্রথমে নাইজেরিয়া থেকে আগত উজবেকিস্তানী এক যাজক ও তার স্ত্রী থেকে এই প্রথম ওমিক্রন শনাক্ত হয়। নাইজেরিয়ায় সফর ছিল ধর্মপ্রচারের উদ্দেশ্যে। প্রতি বছর নিয়মিতভাবে নাইজেরিয়ায় অনুষ্ঠিত খ্রিস্টানদের একটি অনুষ্ঠানে যোগ দেন তারা। চার্চে দায়িত্বশীল এই যাজক জন্মসূত্রে কোরিয়ার নাগরিক। তারা মিথ্যা বলেছিলেন এবং স্বাস্থ্য বিষয়ক জিজ্ঞাসাবাদের সময় তথ্য গোপন করে কোরিয়ায় প্রবেশ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার দেশটির সরকার ঘোষণা করেছে, রেস্তরাঁ, সিনেমা ও জনসমাগমের স্থানগুলোতে গমনকারীদের ভ্যাকসিন পাস দেখাতে হবে। বৃহত্তর সিউল এলাকায় ব্যক্তিগত জমায়েতগুলোতে এখন ১০ জন উপস্থিত থাকার অনুমতি থাকলেও তা কমিয়ে ৬ জন করা হয়েছে আর রাজধানীর বাইরের বাসিন্দাদের ক্ষেত্রে ১২ থেকে কমিয়ে ৮ জন করা হয়েছে। সোমবার থেকে এ নিয়ম কার্যকর হবে।
দক্ষিণ কোরিয়া জুলাই থেকে শুরু হওয়া সবচেয়ে বাজে সংক্রমণ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে। ওই সময় দৈনিক শনাক্ত রোগী ২ হাজারের নিচে ছিল। কিন্তু চলতি সপ্তাহে প্রথমবারের মতো রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যায়। দেশটিতে, মহামারী করোনা শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ৪ লাখ ৬৭ হাজার ৯০৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৩৮০৯ জনের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post