মালদ্বীপে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিটি একজন বিদেশি পর্যটক। রোববার (৫ ডিসেম্বর) নিয়মিত সংবাদ বুলেটিনে দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা এইচপিএ এই তথ্য জানিয়েছে।
নিয়মিত সংবাদ বুলেটিনে আরও জানানো হয়েছে, মালদ্বীপে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে রাজধানী মালে ২৫ জন।এখন পর্যন্ত মালদ্বীপে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৯২ হাজার ২১১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১০২ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ ৯০ হাজার ২০৫ জন।
এতে আরও বলা হয়েছে, মালদ্বীপে আক্রান্ত রোগী আছে ১ হাজার ৭৩৯ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৯ জন। করোনা শুরু থেকে এখন পর্যন্ত মালদ্বীপে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৫৪ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post