সৌদি আরবে নতুন আইন জারী করেছে দেশটির সরকার। গত পহেলা ডিসেম্বর সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদন প্রকাশিত তথ্যে জানাগেছে, এখন থেকে সৌদি আরবের শ্রম এবং আবাসিক বিধি লঙ্ঘন করে যেসব নিয়োগকর্তা বিদেশী কর্মী নিয়োগ করবে, তাদের ১ লাখ সৌদি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকার মতো জরিমানা করা হবে।
প্রতিবেদনে বলা হয়, বিদেশী কর্মীদের তাদের নিজস্ব সুবিধার জন্য বা তাদের আসল নিয়োগকর্তা ছাড়া অন্য নিয়োগকর্তাদের সঙ্গে কাজ করার অনুমতি দেয় এমন কোনও প্রতিষ্ঠানের উপর একই শাস্তি আরোপ করা হবে। এক্ষেত্রে আইন অমান্যকারী প্রতিষ্ঠানে পাঁচ বছরের জন্য বিদেশী কর্মী নিয়োগ নিষিদ্ধ করা হবে।
সেই সঙ্গে নিজ খরচে প্রতিষ্ঠানগুলোর নাম স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা হবে। অবৈধভাবে বিদেশী কর্মীদের নিয়োগের সঙ্গে সংশ্লিষ্টদের এক বছরের কারাদণ্ড দেওয়া হবে এবং যদি তিনি প্রবাসী হন তবে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। মক্কা এবং রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং সৌদির অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করে আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তথ্য দিয়ে জানিয়েছে সৌদি সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post