ওমানের দক্ষিণ আল বাতিনা প্রদেশের রুস্তাক এলাকায় শুরু হয়েছে প্রবাসীদের মাঝে বিনামূল্যে করোনা টিকাদান কার্যক্রম। গতকাল বুধবার বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলছে এই কার্যক্রম। রুস্তাক অঞ্চলে বসবাসরত প্রবাসীদের মাঝে এস্ট্রাজেনেকা ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক বিবৃতিতে রুস্তাক পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, “দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের স্বাস্থ্য পরিষেবার অধিদপ্তর থেকে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। টিকা প্রদান করা হবে রুস্তাকের শিল্পাঞ্চল, লুলু হাইপারমার্কেটের কাছে এবং আল রমানিয়াহ এলাকায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post