ওমানের বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সোমবার এক বিবৃতিতে অধিদপ্তর জানিয়েছে, “দেশটির উত্তর ও দক্ষিণ আল বাতিনা, মাস্কাট ও মুসান্দাম প্রদেশের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এই অঞ্চলগুলোতে বসবাসরত নাগরিকদের বাড়ির বাহিরে বের হবার সময় আবহাওয়া বার্তা দেখে বের হবার অনুরোধ জানানো হয়েছে।”
সোমবার সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) জানিয়েছে, মুসান্দাম প্রদেশে শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। প্রবল বজ্রবৃষ্টির কারণে, কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ৩০ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বজ্রপাতের সাথে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিএএ। ইতিমধ্যেই দেশটিতে ১নং সতর্ক সংকেত জারী করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।
এর আগে কিছুদিন আগেও, ওমানের আল হাজর পর্বতমালার আশেপাশের এলাকা ও উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এক বিবৃতিতে ওমানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, “গতকাল থেকে দেশটির উপকূলীয় অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
এছাড়াও আল হাজর পর্বতমালার আশেপাশের এলাকায় আজ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশটির অন্যান্য অঞ্চলের আকাশ পরিষ্কার থাকায় এই দুটি অঞ্চল ব্যতীত বাকিসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে অধিদপ্তর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post