যেসব প্রবাসীরা ৬ মাসের বেশি কুয়েতের বাইরে অবস্থান করছেন, তাদের ভিসা নবায়নের আবেদন প্রক্রিয়া বন্ধ রয়েছে সম্প্রতি এমন গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে কুয়েত সরকার বলছে, এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এক বিবৃতিতে দেশটির আবাসন বিষয়ক বিভাগ জানিয়েছে, কুয়েতের বাইরে থাকা বৈধ পাসপোর্টধারীদের বসবাসের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। এটা বন্ধ হয়নি।
এ বিষয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আবেদন প্রক্রিয়া বন্ধের সিদ্ধান্ত হলে তা আগে জানানো হবে। এমনকি এ জন্য সময় দেওয়া হবে প্রবাসীদের। কুয়েতের বাইরে যারা অবস্থান করছেন, তাদের বেশিরভাগ ফ্যামিলি ভিসার। তারা কোনো না কোনো স্পন্সরের অধীনে নিবন্ধিত।
আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের এমন অনেক প্রবাসী আছেন, যারা টিকা নিয়েছেন, তবে সেই টিকায় কুয়েত সরকারের অনুমতি নেই। তাই তাদের নতুন করে টিকা নিতে হবে। এ জন্য সময়ের প্রয়োজন। এসব বিবেচনায় দেশটির ভিসা আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে কুয়েতে ফ্যামিলি ভিসা তাদের দেওয়া হচ্ছে যারা প্রয়োজনীয় শর্তপূরণ করতে সক্ষম। বিশেষ করে যাদের বেতন কমপক্ষে ৫০০ কুয়েতি দিনার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post