প্রথম বারের মতো সমুদ্রের পানির নিচে ড্রোনের ব্যবহার করলো ওমানের সোহার সমুদ্রবন্দর। বন্দরে পানির নিচের বিভিন্ন সমস্যা সমাধান ও বন্দরে জাহাজের রক্ষণাবেক্ষণের জন্যই এই ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বুধবার ওমান নিউজ এজেন্সি (ওএনএ) জানিয়েছে, “সোহার বন্দর প্রথমবারের মতো পানির নিচে রক্ষণাবেক্ষণ ও ছবি তোলার জন্য একটি আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করেছে। এর ফলে বন্দরের পরিষেবার মান আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে।”
এক বিবৃতিতে সোহার বন্দরের সিনিয়র অ্যাসেট ম্যানেজার ইঞ্জিনিয়ার সুফিয়ান বিন আবদুল্লাহ আল মামারি বলেন, “এই ড্রোন ব্যবহার ওমানে প্রথম। সোহার সমুদ্রবন্দরের সেবার মান বাড়ানোর লক্ষ্যেই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post