শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহকে কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। কুয়েত বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে সিনহুয়া এ খবর জানিয়েছে।
কুয়েতের যুবরাজ শেখ মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ দেশটিতে একটি নতুন সরকার গঠনে প্রধানমন্ত্রী পদে শেখ সাবাহ খালেদকে নিয়োগ দিয়ে আমিরের পক্ষে এক নির্দেশনা জারি করেন।
গত ৮ নভেম্বর কুয়েত সরকার আমিরের কাছে পদত্যাগপত্র জমা দেয়। পরে ১৪ নভেম্বর আমির এ পদত্যাগপত্র গ্রহণ করেন।
পার্লামেন্টারি সেশনের প্রাক্কালে এ পদত্যাগ পত্র গ্রহণের ঘটনা ঘটলো। এর আগেও কুয়েতে একাধিকরা মন্ত্রিপরিষদে রদবদল এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post