মালয়েশিয়ায় অবৈধভাবে গার্মেন্টস কারখানা পরিচালনা, অবৈধ শ্রমিক খাটানো, ওয়ার্ক পারমিট লঙ্ঘন করে কাজে যোগদানসহ বিভিন্ন অপারাধে ২৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ। বাংলাদেশি ছাড়াও আরও ১ জন নেপালি নাগরিককে আটক করা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সেলাঙ্গরের শাহ আলমের একটি বাণিজ্যিক ভবনে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৫৮ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ২৭ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৬ জন বাংলাদেশি ছাড়াও ১ জন নেপালের নাগরিক রয়েছেন।
গ্রেপ্তার হওয়া সবার বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। এসময় অভিযান চালিয়ে নগদ অর্থ, কারখানায় পরিচালিত বিভিন্ন পোশাকের মালামাল ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল জাইমি দাউদ আজ এক সংবাদ সম্মেলনে জানান, কারখানার চারপাশে সিসিটিভি ক্যামেরা বসিয়ে পুলিশের গতিবিধি নির্ণয় করে দীর্ঘদিন ধরে খুব সতর্কভাবে তাদের রেগুলার কাস্টমারদের সঙ্গে এই ব্যবসা পরিচলনা করে আসছিল। এমন কী কারখানার ভেতর থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত কোনো কর্মীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো না বলেও জানান তিনি।
অন্যদিকে, অবৈধ কারখানা স্থাপনে সহযোগিতার অভিযোগে স্থানীয় এক নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে স্থানীয় পুলিশ। দাতুক খাইরুল জাইমি দাউদ আরও বলেন, অভিযুক্ত কারখানার মালিক ওই বাংলাদেশি বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন ভায়া নিয়ে দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন কারখানা ও গার্মেন্টস সামগ্রী হোলসেলে বিক্রি করতেন।
আটকদের বিরুদ্ধে মানবপাচার, চোরাচালান বিরোধী আইন ও ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও ৬৬ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য দেশটির সেমেনিইহ অভিবাসন ডিটেনশন ডিপোতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত সেপ্টেম্বর মালয়েশিয়া আম্পান এলাকাতে অবৈধভাবে গার্মেন্টস কারখানা পরিচালনা এবং শ্রমিক দিয়ে কাজ করানোর অভিযোগে বাংলাদেশী, মিয়ানমার ও ইন্দোনেশিয়ান নাগরিকসহ ৪৫ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছিল।
এছাড়া তাদের সবাইকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।এ দিকে গ্রেফতারকৃতদের মধ্যে কারখানার মালিক এক বাংলাদেশী রয়েছেন। তবে ৪৫ জনের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছেন এ ব্যাপারে জানা সম্ভব হয়নি। মালয়েশিয়ান পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৫ম ধারার ২ উপধারায় অভিযোগ গঠন করে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post