চীনে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে। অতিসংক্রামক এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে রীতিমত লড়াই করছে চীন। এখন পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্টের সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশটিতে।
বেশ কিছু এলাকা ইতোমধ্যেই উত্তরপশ্চিমাঞ্চলীয় শহরের লোকজনের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে। উত্তর-পশ্চিমাঞ্চলে গত কয়েক সপ্তাহে দ্রুত গতিতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বরের মধ্যে স্থানীয়ভাবে ১ হাজার ৩০৮ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। গ্রীষ্মে ডেল্টা সংক্রমণের প্রাদুর্ভাবের পর স্থানীয়ভাবে অতিরিক্ত ১ হাজার ২৮০টি কেস শনাক্ত হয়েছে। সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
চীনের প্রায় সব অঞ্চলেই ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। দেশটির ২১টি প্রদেশ, অঞ্চল এবং পৌরসভায় ছড়িয়ে পড়েছে এই অতিসংক্রামক ভ্যারিয়েন্ট। যদিও অনেক দেশের তুলনায় চীনে এখনও সংক্রমণের হার অনেক কম। কিন্তু সরকারের জিরো টলারেন্স নির্দেশনার আওতায় সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে চীন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post