মালয়েশিয়ায় ইমিগ্রেশন ক্যাম্পে বন্দি বাংলাদেশিদের শিগগিরই দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম। গত ১০ নভেম্বর মালয়েশিয়ায় কুয়ালালামপুর বুকিত জলিল ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এসময় তিনি বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং বন্দিদের ফেরত পাঠানোর বিষয়ে ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন হাইকমিশনের কল্যাণ সহকারী মো. মুকছেদ আলী ও লোকমান হোসেন। এ সময় ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বন্দিদের অনেকের ট্রাভেল পাস ও বিমান ভাড়া বাবদ অর্থ সহায়তা প্রয়োজন।
হাইকমিশনের পক্ষথেকে বন্দিদের সব রকমের সহায়তা করা হবে জানিয়ে তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শ্রম কাউন্সিলর। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ হাইকমিশনের অনুরোধে সাড়া দিয়ে ক্যাম্প পরিদর্শনে সহায়তা করায় ক্যাম্প কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
হাইকমিশন সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার আইন-অনুযায়ী পাসপোর্ট-ভিসা না থাকা, পাসপোর্ট-ভিসার মেয়াদ শেষ হওয়া এবং সাগর বা স্থলপথে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশটির পুলিশ গ্রেফতার করে। পরে বিচার ও সাজা শেষে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য রাখা হয় বুকিত জলিল ক্যাম্পে। এরপর হাইকমিশন থেকে অস্থায়ী ট্রাভেল পাস ইস্যু করে পাঠানো হয় বাংলাদেশে। এক্ষেত্রে নিজস্ব বিমান ভাড়ায় দেশে ফিরতে হয় প্রবাসীদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post