ওমানের উপকূলীয় অঞ্চল ও বিভিন্ন প্রদেশে আগামী দুইদিন হালকা থেকে মাঝারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এক বিবৃতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, “সাগরে নিম্নচাপের কারণে ওমানের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও দেশটির উপকূলীয় অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে দেশটির মুসান্দাম প্রদেশ ও আল হাজর পর্বতমালার আশেপাশের এলাকায় বসবাসরত নাগরিক ও প্রবাসীদের বাড়ি থেকে বের হবার পূর্বে আবহাওয়া বার্তা দেখে বের হবার অনুরোধ জানানো হয়েছে।”
এদিকে ওমানের হারাক পর্বতমালা ও তার আশেপাশের এলাকায় বৃক্ষ রোপণ শুরু করেছে দেশটির পরিবেশ কর্তৃপক্ষ। গত জুন মাসে আগুনে ক্ষতিগ্রস্ত হবার পর এই প্রথম পর্বতের আশেপাশে বৃক্ষ রোপণ প্রক্রিয়া শুরু হলো। এক বিবৃতিতে পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, “গত জুন মাসে অগ্নিকাণ্ডের ফলে রাস আল হারাক পর্বত ও তার আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
আগুনে এখানকার অনেক গাছপালা পুরে নষ্ট হয়েছে। এই ক্ষতি কমিয়ে নিয়ে আসতে পরিবেশ কর্তৃপক্ষ পর্বতের আশেপাশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা শুরু করেছে। বর্তমানে এই এলাকাগুলোতে আলালান, অ্যালবোট এবং আল অ্যাটম গাছের চারা রোপণ করা হচ্ছে।”
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, “রয়্যাল এয়ার ফোর্সের সহায়তায় পরিবেশ কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবক দল চারা রোপণ কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত পর্বতের সবুজ অরণ্য ফিরে আসবে।”
https://www.youtube.com/watch?v=pDto0NEXtNo
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post