মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আইন অনুযায়ী ফেসবুক, টুইটার, অথবা যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো নামে নেতিবাচক পোষ্ট অথবা হিংসাত্মক কোনো লেখালেখি করলে কঠোর অপরাধ হিসেবে গণ্য করা হয়। আর এই অপরাধে একজন অপরাধীকে বাংলাদেশী মুদ্রায় দশ লক্ষাধিক টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং সেইসাথে ৫ বছরের জেল ও হতে পারে।
দেশটির আইনে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার এবং কারো নামে বিদ্বেষমুলক লেখালেখি অথবা কারো ছবি দিয়ে ফেসবুকে পোষ্ট করা ইত্যাদি এইসব মারাত্মক অপরাধ হিসেবে ধরা হয়। এইসব অপরাধ থেকে বিরত থাকার জন প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন দেশটির বিশিষ্ট প্রবাসীরা।
অনেক সময় না বুঝে অনেক প্রবাসী নিজের ব্যাংক একাউন্ট, পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। আবার অনেকেই ইমুতে অপরিচিত নাম্বারে ভিডিও কলে একান্ত সময় কাটান।
পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেয় সাইবার অপরাধী চক্র। এমতাবস্থায় ফেসবুক ইমু সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরো সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
ইতিমধ্যেই আজ এক বিবৃতিতে অনলাইন জালিয়াতিতে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ওমান পোষ্ট। বিবৃতিতে বলা হয়েছে, অপরিচিত কারো কাছে নিজের ব্যাংক একাউন্টের বিবরণ শেয়ার না করা এবং ইমেল, টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট ট্রান্সফারের কোন লিঙ্ক কারো সাথে শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post