মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে সাম্প্রতিক সময়ে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে মাদক চোরাচালানের সংখ্যা। তবে বসে নেই দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। প্রতিদিনই দেশটির কোথাও না কোঠাও থেকে গ্রেফতার করা হচ্ছে প্রবাসীদের। সেইসাথে জব্দ করা হচ্ছে বিপুল পরিমাণ মাদক।
তবে আটককৃতরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করছেনা ওমান পুলিশ। তবে স্থানীয় সূত্রে জানাগেছে, আটককৃতদের মধ্যে বাংলাদেশী এবং পাকিস্তানি নাগরিকের সংখ্যা বেশি রয়েছে। ওমানের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী,
আজও দেশটির দক্ষিণ আল বাতিনা থেকে বিপুল পরিমাণ মাদক সহ তিন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের থেকে প্রায় ৫০ প্যাকেট ক্রিস্টাল ড্রাগ জব্দ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post