ওমানে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ১৫৭জন। যা গতকালের তুলনায় অর্ধেকেরও কম। গতকাল আক্রান্তের সংখ্যা ছিলো ৪০৪জন। আজকের নতুন আক্রান্তদের মধ্যে ৭৬জন প্রবাসী এবং ৮১জন ওমানি নাগরিক। এদিকে আজ প্রবাসীদের আক্রান্তের সংখ্যাও অনেক কমেছে। গতকাল ৪০৪জন আক্রান্তের মধ্যে ৩৩৭জনই প্রবাসী ছিলো। এছাড়াও দেশটিতে গত কয়েক সপ্তাহে ওমানিদের তুলনায় প্রবাসী আক্রান্তের সংখ্যাই বেশি ছিলো। তবে আজ প্রবাসী আক্রান্তের সংখ্যা কম হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে এমনটা জানিয়েছেন ওমান প্রবাসীরা। আজকের আক্রান্ত সহ ওমানে মোট আক্রান্তের সংখ্যা ৫,১৮৬জন, যাদের মধ্যে ১৪৬৫জন সুস্থ হয়েছেন এবং মৃত্যু মোট ২২জন। সূত্র: ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
অপরদিকে দেশটিতে এই করোনা মহামারির সময়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ছড়াচ্ছেন, যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই রয়্যাল ওমান পুলিশের একশন শুরু হয়েছে। সম্প্রতি ওমানের বেশকিছু অঞ্চল থেকে করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এবং দেশটির সুপ্রিম কমিটির নির্দেশনা অমান্য করার অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে দেশটি পুলিশ।
এদিকে ওমানে বসবাসকারী প্রবাসী কর্মীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবেনা এই বিষয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। এতে করে বিভিন্ন সমস্যায় পড়ছে প্রবাসী ও ওমান সরকার। যোগাযোগ মাধ্যমে এমন ভুল তথ্যের বিষয়ে স্পষ্ট তথ্য জারি করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা যেভাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন
স্বাস্থ্য-বিভাগের সপ্তম সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন যে, “ওমান সরকার দেশটির বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দিয়েছে এবং এটিকে ভুল বোঝাবুঝি করা যাবে না। অতএব, আমরা পরিষ্কার করে বলতে চাই- নিয়োগকর্তাদের কাছে যারা কর্মরত আছেন তাদের নিয়োগকর্তা চিকিৎসা ব্যয় বহন করবে। যে বাসিন্দারা স্বাস্থ্য বীমা করা রয়েছে তাদের বীমা কোম্পানি চিকিৎসা ব্যয় বহন করবে। এছাড়া কোনও বাসিন্দা যদি কোনও কারণে চিকিৎসা ব্যয় বহন করতে না পারে সেক্ষেত্রে সরকারকে জানালে তারা চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।” এমওএইচ বলেছে, “আমরা সকলকে গুজব শেয়ার না করার এবং নির্ভরযোগ্য অফিসিয়াল উৎসগুলি থেকে তথ্য নেওয়ার আহ্বান জানাই।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post