ওমানের মাস্কাটে ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পাবলিক পার্ক এবং উদ্যান রক্ষণাবেক্ষণ শেষে আগামীকাল থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আজ (১৪-অক্টোবর) এক বিবৃতিতে মাস্কাট পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, “ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ক্ষতিগ্রস্ত সকল পাবলিক পার্ক ও উদ্যান রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
আগামীকাল থেকে সকল দর্শনার্থীরা পাবলিক পার্ক এবং বাগানে পুনরায় প্রবেশ করতে পারবে। বিশেষ করে নাসিম গার্ডেন, মাতরাহ কালবোহ পার্ক এবং আল গোবরা লেক পার্ক খুলে দেওয়া হয়েছে। দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে বিনোদন কেন্দ্র গুলোতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা কর্তৃপক্ষ।
উল্লেখ্য গত (৩-অক্টোবর) স্বরণকালের এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পরে ওমান । ওমানের স্থানীয় সময় বিকেল ৪টার মধ্যে যেকোনো অংশে ঘূর্ণিঝড় ‘গুলাব’ থেকে ‘শাহীনে’ পরিণত হওয়া বিরল ঘূর্ণিঝড়টি দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে । ওমানের স্থানীয় নাগরিকরা বলেন, এমন ঘূর্ণিঝড় ওমানে গত ৭০ বছরেও দেখেননি তারা।
তখন ওমানের জরুরি ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটি জানিয়েছিল, ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় উত্তরাঞ্চলীয় প্রদেশ বারকা ও সাহাম এবং রাজধানী মাস্কাটের অংশ বিশেষসহ উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। একই সঙ্গে ওমান সরকার জাতীয় ছুটি ঘোষণা করেছিল, যাতে দেশটির লোকজন ঝড়ের জন্য আগাম প্রস্তুতি নিতে পারে।
এদিকে এক প্রতিবেদনে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট কোনো ঘূর্ণিঝড় ভারতীয় ভূখণ্ড অতিক্রম করে পশ্চিম উপকূলে পৌঁছে ফের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার এমন ঘটনা খুবই বিরল । দুর্যোগের কারণে মাস্কাট থেকে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post