করোনার প্রকোপ কাটিয়ে দীর্ঘদিন পর মালয়েশিয়ায় আন্তঃরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। রবিবার (১০ অক্টোবর) তিনি এ ঘোষণা দেন।
ইয়াকুব বলেন, প্রায় ৯০ শতাংশ মানুষ ইতোমধ্যে করোনার টিকা গ্রহণ করায় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে শুধু যারা দুটি টিকা নেয়া সম্পন্ন করেছেন, তারাই এ সুযোগ পাবেন।
এসময়ে ট্রাভেল পাস ছাড়াই দুই ডোজ টিকা নেওয়া মালয়েশিয়ান নাগরিকেরা বিদেশে যেতে পারবেন। তবে ফেরার সময় বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন করতে হবে।
এছাড়া মালয়েশিয়া পৌঁছানোর আগে ও পরে আগের মতোই করোনা পরীক্ষা বাধ্যতামূলক রাখা হয়েছে। সবকিছু খুলে দিলেও একে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে জ্বর-সর্দি-শ্বাসকষ্ট থাকলে ভ্রমণ না করার পরামর্শও দিয়েছেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post