সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের জাযানে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশীসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবারের এই হামলার জন্য ইয়েমেনের হাউতি বিদ্রোহীদের দায়ী করছে সৌদি আরব।
এডেনভিত্তিক ইয়েমেন সরকারকে সহায়তাকারী সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট আরব কোয়ালিশনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুরকি আল-মালিকি জানান, ইয়েমেন থেকে দুই সশস্ত্র ড্রোন হামলার জন্য বিমানবন্দরের ওপরে এলে তা গুলি করে নামায় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
এই সময় গুলি করে নামানো ড্রোনের খণ্ডিত অংশের আঘাতে ছয় সৌদি যাত্রী ও বিমানবন্দরের কর্মী, তিন বাংলাদেশী কর্মী ও এক সুদানি কর্মী আহত হন। বিগ্রেডিয়ার জেনারেল আল-মালিকি বেসামরিক লোক ও লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য হাউতিদের ‘অনৈতিক অনুশীলনের’ নিন্দা করেন। একইসাথে বেসামরিক বিমানবন্দরে হামলার জন্য হাউতিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেন তিনি।
উল্লেখ্যঃ ২০১৫ সাল থেকে ইয়েমেনে সরকার ও ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট। এসবের জের ধরে সৌদি আরবে এর আগেও দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে গতকালের হামলার পর তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত দায় স্বীকার করা হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post