ওমানের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হবে এমন দাবী করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ভবিষ্যতে ইসরাইলের সাথে যে সব আরব দেশের সম্পর্ক স্বাভাবিক হবে তার মধ্যে ওমানও আছে বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও শান্তি প্রক্রিয়া বিভাগের প্রধান ইলিয়াভ বেঞ্জামিন বিভিন্ন গণমাধ্যমকর্মীদের এক ব্রিফিংয়ে বলেন, ইসরাইল এ অঞ্চলের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে। ইসরাইলের আশা নতুন কোনো দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করা।
তিনি বলেন, আমরা মূলত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশের সাথে কথা বলছি। তাদের প্রত্যেককে এ বিষয়টা নিশ্চিত করতে হবে যে কখন তারা ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবেন। আর এ সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া কিভাবে সামনে অগ্রসর হবে তাও এসব দেশেকে নির্ধারণ করতে হবে। আমরা সব দেশকে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে বলেছি। আর ওমানের সাথেও আমাদের সহযোগিতামূলক সম্পর্ক আছে।
অপরদিকে সাম্প্রতিক সময়ে ওমানের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে তারা ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবেন না। গত ১০ জুলাই দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাঈদি বলেন, “দখলদার ইসরাইলের সঙ্গে ওমান কখনোই আপোষ করবে না বলে জানিয়েছেন।” তৃতীয় উপসাগরীয় দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি।
প্রকাশিত উক্ত সাক্ষাৎকারে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি ওমানের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই। খবর টাইমস অব ইসরাইলের। সাক্ষাৎকারে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান সূত্রের ওপর গুরুত্বারোপ করেন বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাঈদি। তিনি বলেন, এটিই সবচেয়ে ভালো সমাধান এবং আন্তর্জাতিক সমাজ দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post