দেশে কমছে করোনা সংক্রমণ। ধীরেধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। আগের কর্মব্যস্ত রূপে ফিরে যাচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মহামারি করোনার কারণে আগে সীমিত সংখ্যক ফ্লাইট চলাচল করলেও বর্তমানে বিভিন্ন দেশ থেকে বিধিনিষেধ প্রত্যাহার ও শিথিল করার কারণে বিমানবন্দরে যাত্রীদের ভিড় বেড়েই চলেছে। সেই সঙ্গে কর্মচাঞ্চল্য ফিরছে বিমানবন্দরে।
গত ২৪ ঘণ্টায় শাহজালালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সর্বমোট ৪০টি ফ্লাইটে সাড়ে ছয় হাজারেরও বেশি যাত্রী দেশে ফিরেছেন। দেশ থেকে বিভিন্ন দেশে যাওয়া যাত্রী ও ফ্লাইটের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এ সংখ্যা আগত যাত্রী সংখ্যার চেয়ে কম হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।
একসময় করোনার কারণে আগত সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে সময়ভেদে এক থেকে দুই সপ্তাহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হলেও বর্তমান সে সংখ্যা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। একদিকে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ আগের তুলনায় বহুলাংশে হ্রাস পাওয়া অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা প্রদানের ফলে বাংলাদেশে আসা যাত্রীদের মধ্যে হাতেগোনা স্বল্পসংখ্যক ছাড়া বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪০টি ফ্লাইটে ছয় হাজার ৭৩১ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে মাত্র ১৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং অবশিষ্ট ৬ হাজার ৭১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post