ওমানে শক্তিশালী ঘূর্ণিঝড় শাহীন আছড়ে পরায় চারজন নিহত হয়েছে। রোববার দেশটির উপকূলে এ শক্তিশালী ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির রাজধানী মাস্কাট বিমানবন্দরে বিমান উড্ডয়ন বিলম্বিত হচ্ছে। খবর রয়টার্সের। এদিক ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় নিউজ এজেন্সির বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, পানিতে ভেসে গিয়ে দুইজন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে, অন্য শিশুটি নিখোঁজ রয়েছে। এছাড়া সমুদ্র তীরবর্তী একটি শিল্প এলাকায় পাহাড় ধসে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা এশিয়ার বলে জানা গেছে।
দেশটির ঘূর্ণিঝড় পূর্ভাবাস কেন্দ্র ধারণা করেছিল, ঘূর্ণিঝড় শাহীন স্থায়ীয় সময় বিকালের মধ্যে আঘাত হানবে। কিন্তু মাস্কাটে ঘূর্ণিঝড় আঘাত না হানলেও এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে দেশটির জাতীয় জরুরি কমিটি দুর্ঘটনা এড়াতে রাজধানীর পূর্বে আল-কুরুমে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে। এছাড়া ওই এলাকা থেকে ২ হাজার ৭০০ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
বিশ্বের মধ্যে অন্যতম তেল রপ্তানিকারক দেশ ওমান। দেশটির রাজধানী মাস্কাটের আশেপাশে প্রায় ৫০ লাখ মানুষ বসবাস করে। ঘূর্ণিঝড় শাহীনের কারণে দেশটির রাস্তাঘাটগুলো বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। ঝড়টি দুর্বল না হওয়া পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে।
দেশটির আবহাওয়া অফিস ও সিভিল এভিয়েশনের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী বর্তমানে ঘূর্ণিঝড় শাহিন পূর্বের তুলনায় কিছুটা দুর্বল হয়ে দুটি ভাগে বিভক্ত হয়েছে। বর্তমানে একটি অংশ ওমানের পাহাড়ি অঞ্চল নিজওয়া, ইজকি এবং সামাইলের দিকে যাচ্ছে এবং অপরটি আল সুইক থেকে সোহারের দিকে যাচ্ছে। এটি আজ ওমানের স্থানীয় সময় রাত ১২ টা নাগাদ আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post